কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. মনির হোসেন: কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। আলহাজ¦ মোঃ এমদাদুল হক (বুলবুল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
এর আগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন, অধ্যাপক সামিউল হক মোল্লাসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন্নাহার।