করিমগঞ্জের ন্যায়মতপুরে আধুনিক মেশিনে তৈরী ইটের গুনগত মান সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
করিমগঞ্জের ন্যায়মতপুরে আধুনিক মেশিনে তৈরী ইটের গুনগত মান সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
গতকাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ন্যামতপুরের ভয়রা গ্রামে আধুনিক মেশিনে তৈরী ইটের গুনগতমান সংক্রান্ত র্কমশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেসি গ্রুপের চেয়ারম্যান এরশাদ উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সোহরাপ, সাবেক সভাপতি মোঃ মোতালিব, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়াসহ বির্ল্ডিং নিমার্ণ শ্রমিক বৃন্দ। এ সময় প্রধান অতিথি জেসি বিক্সস এর ইটের গুনগত মান, সাইজ, টেকসই, দীর্ঘস্থায়ীত্বতা, ভূমিকম্প রোধক বিষয়ে যুক্তিসঙ্গত বিষয় তুলে ধরেন।