তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আমিনুল ইসলাম বাবুল :
কিশোরগঞ্জের তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রবিবার (২০ জানুয়ারি) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর সভাপতি মো. দেলোয়ার হোসেন খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার। সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভূঞা মরাজের সঞ্চালনায় সভায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী মিজানুজ্জামান, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, তাড়াইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক (কম্পিউটার) মো. রফিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল, জাওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরীফুল ইসলাম, ধলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।