আশা কিশোরগঞ্জ (সদর) জেলা অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মো: মনির হোসেন: আশা কিশোরগঞ্জ (সদর) জেলার সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে রবিবার (২০ জানুয়ারি) জেলা পরিষদ হলরুমে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুস সামাদ, ডিরেক্টর, আশা-ঢাকা। বিশেষ অতিথি একেএম তারেক, ডিভিশন ম্যানেজার, ময়মনসিংহ ডিভিশন ও এডিশনাল ডিভিশন ম্যানেজার উত্তম কুমার ভৌমিক প্রমুখসহ জেলার সকল আঞ্চলিক ব্যবস্থাপক, এ্যাসিসটেন্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার ও ফিল্ড অডিটরগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক কার্যক্রমের গতি প্রকৃতি বিশ্লেষণ, ঝুঁকিমুক্ত ঋণ ও ঋণ স্থিতি বৃদ্ধি, ফরম যাচাই বাছাই নিশ্চিতকরণ, ব্রাঞ্চের ঘাটতি পূরণ, সঞ্চয় বৃদ্ধি, পেন্ডিং এলটিএস হ্রাস, খেলাপী রোধে আগামীতে করণীয় দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। জেলায় আগামী ৬ মাসের (জানু-জুন’১৯) মোট ১১২ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়াও সামাজিক কর্মসূচি, স্যানিটেশন ঋণ, দুগ্ধবর্তী গাভী খামার, পাওয়ার টিলার, এ্যামমস বিষয়ে, কর্মী ও সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা ও আগামীতে করণীয় বিএম/আরএম কর্তৃক প্রতিশ্রুতি মোতাবেক ত্রৈমাসিক কর্ম পরিকল্পনা নির্ধারন করা হয়।