এলাকায় ক্ষোভের সঞ্চার:
নিকলীতে ইউনিয়ন বিএনপি নেতাকে পুলিশ ছাতিরচরের পুলিশ পেটানো মামলায় গ্রেফতার
বাজিতপুর (কিশোরগঞ্জ ) সংবাদ দাতা: কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ জারইতলা ইউনিয়নে রোদার পুড্ডা গ্রামের পিতা মোঃ মৃত ছলিম উদ্দিনের ছেলে ও নিকলী উপজেলা তাতীঁ দলের সাবেক সভাপতি, বর্তমান উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সাবেক মেম্বার মোঃ আলম (৫৫) কে ছাতিরচর পুলিশ পেটানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার স্ত্রী হালিমা আক্তার জানান, তার স্বামী মোঃ আলম ছাতিরচরের পুলিশকে পেটায়নি। এলাকার একটি কুচক্রী মহল ষড়যস্ত্র মূলকভাবে ফাঁসিয়েছে বলে দাবি করেন। নিকলী থানার ওসি নাসির উদ্দিন ভূঁইয়া সত্যতা স্বীকার করে বলেন, মোঃ আলমকে শনিবার রাতে রোদার পুড্ডা বাজার থেকে পুুুলিশ গ্রেফতার করেছে।