নান্দাইলে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের উদ্বোধন
মজিবুর রহমান ফয়সাল :
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে ‘আলোর ফেরিওয়ালার’ মাধ্যমে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দেউলডাংরা গ্রামে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন নতুন একটি মিটার সংযোগ দিয়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।জানা গেছে, দালালদের হয়রানি বন্ধের জন্য কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল জোনাল অফিসের উদ্যোগে এর যাত্রা শুরু করে। এর মাধ্যমে বিদ্যুৎ বঞ্চিত গ্রাহকরা আবেদন ফি, জামানত ও সদস্য ফি জমা দিলে সাথে সাথেই বিদ্যুতের মিটারসহ নতুন সংযোগ পাবে। উপজেলার বিভিন্ন এলাকার ১০/১২ জন গ্রাহকের সাথে কথা বললে তাঁরা বলেন, তৃতীয় পক্ষের কারো প্রয়োজন ছাড়াই অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে এটা অবাক করার মতো ঘটনা। সরকারের এই উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন।নান্দাইল জোনাল অফিসের ডিজিএম মোখলেছুর রহমান সরকার জানান, সোমবার দুপুরে নান্দাইল জোনাল অফিসের উদ্যোগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমান একটি পিকআপে করে মিটার, সার্ভিস তার, বোর্ড ও সংযোগের প্রয়োজনীয় আবেদন ফরমসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থাানে হাজির হয়ে বিদ্যুৎ বিহীন ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ পৌছে দিচ্ছেন। বানিজ্যিক সংযোগ পেতে ৯শ ৬৫ টাকা এবং আবাসিকে ৫শ ৬৫ টাকা জমা দিলেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে।