কাতিয়ারচর সমাজ কল্যাণ সংঘের কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর গ্রামের শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘কাতিয়ারচর সমাজ কল্যাণ সংঘ’ নামের একটি সংগঠন। সদরের মারিয়া ইউনিয়নের ওই গ্রামে শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নীতিমালা বাস্তবায়ন কমিটির কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক শাকের আহমেদ হাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সংঘের আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সমাজ সেবক মো: দেলোয়ার হোসেন, আবুল হাশিম ও আবদুল গণিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ২০১৮ সাল থেকে কাতিয়ারচর সমাজ কল্যাণ সংঘ এলাকায় বিভিন্ন কল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।