দুই মাসেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নিঃ
বাজিতপুরের পল্লীতে পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে ব্যবসা
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পশ্চিম পিরিজপুর গ্রামের পুকুরের মালিক মোঃ কাজল মিয়া গত ২ মাস ধরে নিজ পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে ব্যবসা করে আসছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে পশ্চিম পিরিজপুর গ্রামের এলাকাবাসীর পক্ষে মোঃ মস্তুফা মিয়া গত ১৯ নভেম্বর ২০১৮ইং তারিখে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যুবায়ের, বাজিতপুর সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার রেইনা ও পিরিজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলেও এর কোন প্রতিকার হচ্ছে না বলে অভিযোগে জানাগেছে। জানাযায়, পিরিজপুর এলাকার বালু ব্যবসায়ী মোঃ রাজু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা, পশ্চিম পিরিজপুর গ্রামের ফারুক মিয়া, মোঃ বাছির মিয়া সহ এলাকার কিছু প্রভাবশালী মহলের ইশারায় কাজল মিয়া এই অবৈধভাবে পুকুর থেকে বালি উত্তোলন করে ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। এই ব্যাপারে পশ্চিম পিরিজপুর গ্রামের মোঃ মস্তুফা মিয়া জানান, এলাকার ৩-৪ জন নেতা ঐ ব্যবাসায়ীর নিকট থেকে নিয়মিত উৎকোচ নিচ্ছেন। পিরিজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, আমি কয়েকবার বাধা দিয়েছি। এবং বালু উত্তোলনের বিষয়ে বন্ধও করেছি। তিনি বলেন, আবার পুকুর থেকে বালু উত্তোলন করছে কিনা তা আমার জানা নেই।