পাকুন্দিয়া দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন
মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
মেধাই সমৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্য মোঃ কফিল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।