হোসেনপুরে কাব হলিডে অনুষ্টিত
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ স্কাউট ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কাব হলিডে-২০১৯ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (৩০ জানুয়ারি) সকালে ঐতিয্যবাহি হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ মাঠে আয়োজিত ওই কাব হলিডের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও কাব সভাপতি কমল কুমার ঘোষ। বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক উপ-পরিচালক সুধির চন্দ্র বর্মন, অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন খান, ভোরের বার্তার সম্পাদক এস এম তারেক নেওয়াজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাইযুম খান, সাবেক সম্পাদক মঞ্জুর আহাম্মেদ,যুগ্ন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কাব লিডার আরব আলী,কোষাধ্যক্ষ মোঃ আলাল উদ্দিন প্রমূখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি কাব দল ছাড়াও শিক্ষক শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।