কিশোরগঞ্জে ক্ষুদে শিার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মনির হোসেন:

ব্যাডেন পাওয়েল’এর উক্তি “পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে একটু শ্রেষ্টতর রেখে যেতে চেষ্টা করো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ক্ষুদে শিার্থীদের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা সদরের রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি অতিঃ জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুব জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক। অন্যন্যাদের মধ্যে উপস্থিাত ছিলেন রাকুয়াইল কাসটারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ভূঞা, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিনসহ শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিাত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries