সারপ্রাইজ দিয়ে বন্ধু মনিরের জন্মদিন পালন করলো প্রথম আলো বন্ধুসভা
স্টাফ রিপোর্টার: সারপ্রাইজ দিয়ে বন্ধু মনিরের জন্মদিন পালন করলো প্রথম আলো বন্ধুসভা। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সারপ্রাইজিংয়ের মাধ্যমে বন্ধু মনিরের জন্মদিন পালন করেছে। বন্ধু মনির জানান, শুক্রবার ছুটির দিন কাজ নেই শুয়ে আছি হটাৎ প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা ফোন করে বলেন মনির আমার অফিসে আসো জরুরী মিটিং আছে। গিয়ে দেখি কেক, মোমবাতি, চুরি হাতে সবাই রেডি বললাম কি এসব? কেক’র উপর আমার নামটা দেখি একটু সারপ্রাইজিং হই যে এভাবেই জন্মদিনের বিশেষ দিনটি পালন করব।
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে বন্ধু মনির বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের দিনটি ভালোভাবে কাটাতে চাই। সবার দোয়ায় আগামী দিনগুলোতে ভালো ভালো কাজও করতে চাই। পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই।’
পরে সবাই মিলে কিশোরগঞ্জ প্রথম আলো অফিসস্থ একটি স্থানে জন্মদিন পালন করে। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধু সভার কিশোরগঞ্জ শাখার উপদেষ্টা তাফসিলুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন, সদস্য আনোয়ার পাশা, নোহাশ খান প্রমুখ।