শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় বিজয়ী
স্টাফ রিপোর্টার: শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় বিজয়ী। সোমবার (২৮ জানুয়ারী) কিশোরগঞ্জ সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় যশোদল ইউনিয়নের গতবারের ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়ন দল কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় এবারেও যশোদল ইউনিয়নে বিজয়ী হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রত্যেক প্রতিষ্ঠানের জাতীয় সংগীত দলে ১০ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এছাড়াও গত ৩০ জানুয়ারী ইউনিয়ন ভিত্তিক কুইজ প্রতিযোগিতায়ও অত্র স্কুলের শিার্থীরা প্রথম স্থান অধিকার করে।