কিশোরগঞ্জ সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আমিনুল হক সাদী,কিশোরগঞ্জঃ ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছুটির দিনে একত্রিত হয়েছিলেন কিশোরগঞ্জ সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরামের সদস্যরা। ছুটির দিন বাদে প্রতিদিনই কর্ম দিবসে দাপ্তরিক দায়িত্বে হাফিয়ে ওঠেন সরকারি চাকুরিজীবীরা। তাই ছুটির দিনে বিনোদনের পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারো বার্ষিক সাধারণ সভায় একসাথে মিলিত হন চাকুরিজীবীরা। সভায় একত্রিত হয়ে তারা ২০১৯ সালের গৃহীত কর্মসুচী বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হলেন। স্থানীয় হোটেল ক্যাসেল সালামে শনিবার দিনভর আনন্দঘন এই মিলনমেলায় সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মিসেস খালেদা ইসলাম, নূরানী সুলতানা মাসউদ। বক্তব্য রাখেন সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরামের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আ.স.ম গোলাম রব্বানী, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিচালক নির্মল কান্তি চক্রবর্তী, উপদেষ্টা সদস্য মোঃ সাইদুর রহমান।
ফোরামের ভাইস চেয়ারম্যান ডাঃ কাজী মোঃ খলিলুর রহমানের পরিচালনায় সভার শুরুতে বিগত বছরের আয় ব্যায়ের সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করা হয়। সর্বাধিক সদস্যদের উপস্থিতিতে সাধারণ সদস্যদের উন্মুক্ত আলোচনার ভিত্তিতে ফোরামের গঠনতন্ত্র সংশোধন করা হয়। সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরামের এবারের বার্ষিক সভায় আকর্ষনীয় ছিল উপস্থিত কুইজ প্রতিযোগিতা। পরে সকল সদস্যদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিকে দেওয়া হয় শুভেচ্ছা ক্রেষ্ট ও সম্মাননা। এ সময় ফোরামের সদস্যগণ, সরকারী চাকুরিজীবীগণ ও প্রিন্ট ইলেক্টক্সি অনলাইন মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে মধ্যহ্যভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তী ঘটে।