কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইফার আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনাসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম। সভা পরিচালনায় ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মাও.এনামুল হক। পরে ১৯৫২ সালে মহান শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।