কিশোরগঞ্জে শিশু দিবস উপলক্ষে একেএম লিয়াকত হুসাইন মানিক স্মৃতি সংসদের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে একেএম লিয়াকত হুসাইন মানিক স্মৃতি সংসদের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাড. শাহ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব সভাপতি আলম সারওয়ার টিটু, উইমেন্স চেম্বারের সভাপতি ফাতেমা জহুরা, অ্যাড. লুৎফর রশিদ রানা, নারীনেত্রী বিলকিস বেগম, ডাঃ রুবি ইসলাম, লিয়াকত হুসাইন মানিকের পুত্র মনোয়ার হুসাইন রনী প্রমুখ। পরে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরনের আগে শিশুরা গান, কবিতা আবৃতি, ছড়া পাঠ করে। অনুষ্ঠানে শতাধিক শিশু অংশ গ্রহণ করে।