কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধী শিার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিা অফিসের আয়োজনে প্রাথমিক শিা অফিসের সামনে ৩০জুলাই বিকাল ৩:৩০টায় প্রতিবন্ধী শিার্থীদের মাঝে হুইল চেয়ার ক্রেচ শ্রবনযন্ত্র ও বিশেষ জুতা বিতরণ করা হহয়েছে।হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মাসুমা আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছ উদ্দিন জানান- মাননীয় প্রধান মন্ত্রীর ইনকোসিভ এডুকেশান একিভুক্ত শিার আওতায় প্রাথমিক বিদ্যালয়ের অধীনে প্রতিবন্ধী শিার্থীদের মাঝে ১৩টি হুইল চেয়ার ক্রেচ শ্রবনযন্ত্র ও বিশেষ জুতা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিা অফিসের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিকক্ষ-শিক্ষার্থী, অবিভাবক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।