কিশোরগঞ্জে আকুপ্রেসার চিকিৎসা বইয়ের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে আকুপ্রেসার চিকিৎসা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আকুপ্রেসার থেরাপি সোসাইটি ও জাতীয় সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডাঃ সুলতানা রাজিয়া।
সভাপতিত্ব করেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ নিজাম উদ্দিন। সভার শুরুতে বইয়ের বিষয় বস্তু নিয়ে বক্তব্য রাখেন গ্রন্থ লেখক মোঃ রেজাউল হাবীব রেজা। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ডাঃ মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহিউদ্দিন, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আবুল বাহার, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, কিশোরগঞ্জ নিউজের প্রধান সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোবারক হোসেন খান। বিশেষ আলোচক ছিলেন নার্সিং সুপারভাইজার নাজমুন্নাহার।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব আমিনুল হক সাদীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সাংবাদিক শফিক কবীর, ফারুকুজ্জামান, আলী রেজা সুমন প্রমুখ। পরে অতিথি বৃন্দ আকুপ্রেসার থেরাপি সোসাইটির সভাপতি রেজাউল হাবীব রেজার লিখিত আকুপ্রেসার চিকিৎসা বইয়ের মোড়ক উন্মোচন করেন। এসময় আকুথেরাপিস্টগণ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।