পাকুন্দিয়ায় অবৈধ বৈদ্যুতিক লাইনে জড়িয়ে ১জনের মৃত্যু, আহত ১
মোঃ মঞ্জুরুল হক মঞ্জু: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবৈধ বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে নজরুল ইসলাম (৭০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ঝাউগারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের
পুত্র। এ সময় তার ছোট ভাই শাহজাহান (৫০) তাকে রক্ষা করতে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন।
এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার ঝাউগারচর গ্রামের নিহত নজরুল ইসলামের ছোট ভাই দুলালের পানি তোলার মটর থেকে প্রায় দেড় হাজার ফুট বৈদ্যুতিক লাইন চাষাবাদের জমির ওপর দিয়ে বাঁশের খুঁটি ব্যবহার করে মির্জাপুর-তারাকান্দি রাস্তার পূর্ব পাশে মদিনাতুল উলুম হাফিজিয়া এতিমখানা ও মাদরাসায় দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল।
গত শুক্রবার রাতে ঝড়-বৃষ্টি হওয়ায় অবৈধ বৈদ্যুতিক লাইনটি ছিঁড়ে জমিতে পড়ে যায়। শনিবার সকালে নজরুল ইসলাম তার জমিতে কাজ করতে গেলে বৈদ্যুতিক তাঁরে জড়িয়ে পড়লে তার ছোট ভাই শাহজাহান তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় দুজনই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে এলাকাবাসি বিষয়টি বুঝতে পেরে মেইন লাইন বন্ধ করে দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় দুজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং শাহজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলায় কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী আলী হোসেন বলেন, আমি ঘটনাস্থল যাচ্ছি। অবৈধ ভাবে বৈদ্যুতিক লাইন ব্যবহারের কারণে কেউ ক্ষতিগ্রস্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।