আল্লামা আযহার আলী আনোয়ার শাহ গুরুত্বর অসুস্থ্য,চিকিৎসার জন্য ব্যাংকক নেয়ার প্রস্তুতি চলছে
আশরাফুল ইসলাম তুষার: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি,কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ হুজুর গুরুতর অসুস্থ।
চিকিৎসার জন্য স্বজনরা তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরিবারিক সূত্রে জানা গেছে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ হুজুরের খাদ্য নালিতে টিউমার হয়েছে।তার কথা বলতে কস্ট হচ্ছে। ব্যথায় তার গলা ফুলে গেছে। কিছুদিন আগে তার ঘাড়ের টিউমারের অপারেশন হয়েছিল। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্বজনরা জানান, চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আগামী বুধবার হুজুরের ভিসার আইনী ব্যবস্থাপনা সম্পন্ন হওয়ার কথা। বৃহষ্পতিবারের টিকিট বুকিং করা আছে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহষ্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নেওয়া হবে। দেশের সর্বজন শ্রদ্বেয় এই আলেমেদীন যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন,এজন্য দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দুয়া চেয়েছেন স্বজনরা।