কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “নিয়ম মেনে অবকাঠামো গড়ি,জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশনেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়াসহ অন্যান্যরা।

পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

আয়োজনে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং সহযোগিতায় পপি ও ব্র্যাক।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ