শীতার্তদের মাঝে সার্কেল এইচএসসি-৯৮ ব্যাচ ভিত্তিক গ্রুপের কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার
সার্কেল এইচ এস সি ৯৮ মূলত মানবতার কল্যাণে নিয়োজিত একটা ফেসবুক গ্রুপ। এই ব্যাচের উদ্যোগে কিশোরগঞ্জ সদরের সতাল এলাকাস্থ কিশোরগঞ্জ আদর্শ বিদ্যালয়ে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সেবা মূলক সার্কেল এইচ এস সি ৯৮ এর বন্ধু সংগঠনের পে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সার্কেল এইচ এস সি ৯৮ এর বন্ধুমহলের প থেকে লেমন, সাংবাদিক জাবেদ, কাজী সানাউল রাসেল, দিদার, ফেরদৌস, লতিফ, ঈসা, বদরু, সৌদ, সানা, কিমন, সুমন, খৈয়াম, শাখের, সফিক, রাসেল, শোয়েব, ডাঃ আবিদুর রহমান জিমি ও ডাঃ মাহফুজ আহমেদ রনক অবস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সার্কেল এইচ এস সি ৯৮ ব্যাচের বন্ধুমহল জানান, আমাদের ব্যাচের মাধ্যমে গরীব অসহায় ও এতিমদের মধ্যে কম্বল বিতরণের অংশ হিসেবে আজ প্রথম পর্বে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করে এবং এ মানবিক কার্যক্রম সব সময়ই চলমান থাকবে। এছাড়াও এই গ্রুপ আগে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে যেমন :- বন্যায় ত্রান, গুণী শিল্পীদের চিকিৎসা সহায়তায় অংশগ্রহণ করেছে।