নিকলীতে কওমি মাদ্রাসায় প্রধানমন্ত্রীর অনুদান হস্তান্তর

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার দুপূরে (৪ঠা মে) কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১২ টি কওমি মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। পবিত্র রমজান উপলক্ষে এতিম ও দুঃস্থ শিক্ষার্থিদের জন্য এ অর্থ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন মুন্নার সম্মেলন কক্ষে মাদ্রাসা প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত ও নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার , উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.ইসহাক ভূইয়া প্রমুখ।
১২ টি মাদ্রাসার প্রতিটিকে ১০ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ