ইটনায় ঢাকা ফেরত যুবক সৌরভ করোনায় আক্রান্ত

আজাদ হোসেন বাহাদুল
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ দির্ঘদিন বিরতীর পর ইটনায় নতুন করে করোনায় আক্রান্ত ঢাকা ফেরত যুবক সৌরভ মিয়া (২৫)। সে উপজেলার এলংজুড়ি ইউনিয়নের বড়হাত কুবিলা গ্রামের কেনু মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ অতিশ দাস রাজিব সৌরভের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানাযায় সৌরভ ঢাকার সাজাহান পুরে বসবাস করে বাংলাদেশ এরএফএল কোম্পানীতে চাকুরী করতো। ঈদে ছুটি নিয়ে গত ১৫ মে নিজবাড়ি বড়হাত কুবিলা গ্রামে চলে আসে। বাড়িতে আসার পর তার কিছু করোনার লক্ষন দেখা দেয়। পরে ১৮ মে সৌরভ  ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কতৃব্যরত চিকিৎসক তার করোনার স্যাম্পল কালেকশন করে ঢাকায় পাঠায়। ২৩ মে সৌরভের রিপোর্ট পজেটিভ আসে। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কিশোর দাস বলেন রিপোর্ট পেয়ে আমরা রোগীর বাড়িতে গিয়ে রোগীকে তার নিজ বাড়ির একটি ঘরে আইসোলেন নিশ্চিত করে এসেছি এবং আমরা সার্বক্ষণিক রোগীর পরিবারের সাথে যোগাযোগ রাখছি। আশা করছি ভগবানের কৃপায় রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। তিনি উপজেলা বাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ