কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাদি নামে এক ইলেকট্রিশিয়ান নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাদি নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্টবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিদ্যুৎকর্মি আব্দুল হাদি (৩৫) ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার পাগলা চরসাতছড়া গ্রামের হযরুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে একটি খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তড়িতাহত হয়ে খুঁটিতে আটকা পড়েন আব্দুল হাদি।
খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনা স্থলে
গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অভিযান চালিয়ে খুঁটির ওপর থেকে নিহত বিদ্যুৎকর্মির লাশ উদ্ধার করে।