বাজিতপুর সরকারি হাসপাতালে অবহিত করণ সভা অনুষ্ঠিত
বাজিতপুর প্রতিনিধি,
কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় এইচপিভি ঠিকাদান কর্মসূচীর আওতায় স্বাস্থ্য ও প:পকর্মকর্তা ডা: সিনথিয়াতাসমিনের সভাপতিত্বে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। অবহিত করণ সভায় আলোচকরা বলেন, সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচী (এইচ.পি.ভি), ই.পি.আই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ হতে বাজিতপুর উপজেলার পৌরসভা সহ ১১টি ইউনিয়নে ৫ম শ্রেণী হতে৯ম শ্রেণী পর্যন্ত১০ বছর থেকে ১৪ বছর পর্যন্ত ঠিকাদান করা হবে। এই টিকাদান এ উপজেলায় সাড়ে তের হাজার ছাত্র -ছাত্রী ও শিশু ও কিশোরদের দেওয়া হবে বলে সভায় বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আর.এম.ওডা: রাবিয়া আক্তার, ডা: সাদিয়া শাহিন সহ অত্র হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।