পাকুন্দিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার এসআই শাহ্ কামাল, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, উপজেলা আনসার ভিপিডি কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, পাকুন্দিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রিয় সভাপতি দিলিপ রবিদাসসহ ১৮টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় অতীতের তুলনায় এবারও আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা করা হবে। পূজার সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।