কিশোরগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালন
শফিক কবীর
কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামীলীগ, কিশোরগঞ্জ পৌরসভা, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ, জেলা ছাত্রলীগ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সম্পাদক ফয়েজ উমান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাদ জুমা বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও বিকেল চারটায় জেল হত্যা দিবস ও শহীদদের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল সহ বক্তারা বলেন, দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুখি সমৃদ্ধ দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবী জানান।
এছাড়া এ হত্যা মামলাকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দাবি করে পুনরায় তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত এবং মদতদাতাদের চিহ্নিত করার দাবিও জানান জেলা আওয়ামী লীগ নেতারা।
উল্লেখ্য, জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে।