পাকুন্দিয়া সার্ভার উন্নয়নে নানান জটিলতা জন্মনিবন্ধন ব্যহত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া  প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে গত ৩/৪ মাসের বেশি সময় দরে সার্ভার জটিলতার কারনে অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পে স্থানীয় সরকার বিভাগ থেকে তেমন কোন উদ্যোগ না নেওয়ায় এই ধরনের বিপর্যয় দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। চলতি বছরে জুন মাস থেকে জন্মনিবন্ধনের সকল কার্যক্রম থেমে থেমে চলছে। চলতি মাসের শুরু থেকে সার্ভারে বিভিন্ন সমস্যা দেখা দেয়। উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদ সহ মূল সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। সার্ভারের সমস্যার কারনে জন্মনিবন্ধনের সমস্যা জটিলতায় জন্মনিবন্ধন অনলাইন হয় না। সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকে। সনদ পত্র প্রিন্ট হয় না, পেমেন্ট করা যায় না, জনগণের মধ্যে জনরোশ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ব্যাংকের একাউন্ট খোলা যাচ্ছে না। মৃত্যু নিবন্ধনের জন্য ওয়ারিশ সনদপত্র দেওয়া যাচ্ছে না। সার্ভারের সমস্যার কারনে ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, হিসাবসহকারী পরিষদে অফিস করতে পারছে না। চরফরাদী ইউনিয়নের সচিব মোঃ মোবারক হোসেন বলেন সরকারের সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিভিন্ন ফি সঠিক সময়ে জমা দেওয়া যাচ্ছে না।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী বলেন সমস্যা সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বলেছেন অতি দ্রæতই সমস্যার সামাধান হয়ে যাবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ