ভৈরবে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ভৈরবপুর দূর্জয় মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দ্বীন ইসলাম ভৈরব উপজেলার ভৈরবপুর-উত্তরপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পাঁচমাস ধরে পলাতক ছিলেন দ্বীন ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে দূর্জয় মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে ভৈরব থানায় নিয়ে আসা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।