চায়ের কেটলি প্রতীক পেলেন ব্যারিস্টার কবির

মাহবুবুর রহমান রানা:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার তথা আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন ব্যারিস্টার মো: গোলাম কবির ভূঁইয়া। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। কিশোরগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যারিস্টার মো: গোলাম কবির ভূঁইয়া পেয়েছেন ‘চায়ের কেটলি’ প্রতীক। এর আগে ব্যারিস্টার কবির জানিয়েছিলেন, তার কোনো পছন্দের প্রতীক নেই। নির্বাচন কমিশন যা দেবেন সেটা নিয়েই নির্বাচনের মাঠে নামবেন তিনি। চায়ের কেটলি প্রতীক পাওয়ার পর জেতার ব্যাপারে আশাবাদী ব্যারিস্টার কবির। তিনি আরও বলেন, ‘আমার মার্কা চায়ের কেটলি। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।’ ব্যারিস্টার মো: গোলাম কবিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা সদরে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ