কিশোরগঞ্জে তথ্য অফিসের বিজয় দিবসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমিনুল হক সাদী

মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা করেছে কিশোরগঞ্জ জেলা তথ্য অফিস। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে হল রুমে জেলা তথ্য অফিস এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নবযোগদানকৃত নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তাহসিনা নাজনীন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আসাদ উল্লাহ, নিউ নেশনের স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু প্রমুখ।
সভার আয়োজক জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক জানান, মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা ও তথ্য অফিসের বিভিন্ন কার্যাবলী বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় যুব উন্নয়নঅধিদপ্তরের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ