শীতার্তদের পাশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এরশাদ উদ্দিন
নিউজ রুম এডিটর: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ এরশাদ উদ্দিন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শীতার্ত দেড় হাজারেরও বেশি মানুষের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান পল্টু, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য মো. আবু সাঈদ, গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাদশা, জয়কা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, দেহুন্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, গুনধর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নয়ন, জয়কা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, যুবলীগ নেতা আশিকুর রহমান সরকার, সামজকর্মী মো. আসিব রহমান, যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন, মো. মোসলেহ উদ্দিন মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।