করিমগ‌ঞ্জে সড়ক সংস্কার দা‌বি‌তে এলাকাবাসীর মানববন্ধন

শরিফুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক।

কি‌শোরগ‌ঞ্জের করিমগ‌ঞ্জে দুর্ঘটনা কব‌লিত সড়ক সংস্কার ও রাস্তার জন‌্য অ‌ধিগ্রহন করা জ‌মির টাকা প‌রি‌শো‌ধের দা‌বি‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে এলাকাবাসী।

বুধবার (২৪ জানুয়া‌রি) সকা‌লে ক‌রিমগঞ্জ উপ‌জেলার আয়লা গ্রা‌মে কি‌শোরগঞ্জ-চামড়া সড়‌কের পা‌শে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ সময় এলাকাব‌াসী অ‌ভি‌যোগ ক‌রেন, সড়ক‌টি প্রসস্থকরণ কাজ শুরু হ‌লেও আয়লা এলাকায় প্রায় দুই কি‌লো‌মিটার এলাকায় এখনও কাজ শুরু হয়‌নি। ফ‌লো সরু রাস্তা‌টি‌তে মা‌ঝেম‌ধ্যেই ঘট‌ছে দুর্ঘটনা। বছর খা‌নেক আ‌গে জ‌মি অ‌ধিগ্রহন করা হ‌লেও এলাকার তিন শতা‌ধিক জ‌মির মা‌লিক এখনও অ‌ধিগ্রহ‌নের টাকা পায়‌নি। তাই দ্রুত টাকা প‌রি‌শোধ ও রাস্তা সংস্কা‌রের দা‌বি জানান তারা।

ক‌বি ক‌ফিল আহ‌মেদ, মো: এনামূল হক সহ এলাকার গণ‌্যমান‌্য ব‌্যক্তিসহ সাধারণ মানুষ মানববন্ধ‌নে অংশ নেন।

যোগা‌যোগ করা হ‌লে কি‌শোরগঞ্জ সড়ক ও জনপথ বিভা‌গের নির্বাহী প্রকৌশলী রি‌তেশ বড়ুয়া জানান, কি‌শোরগঞ্জ-চামড়া সড়ক‌টি প্রসস্থকরন কাজ চল‌ছে। মন্ত্রনাল‌য়ে এলাকার এক ব‌্যক্তির অ‌ভি‌যোগ থাকায় আয়লা এলাকায় কাজ শুরু করা যা‌চ্ছেনা। জ‌মি অ‌ধিগ্রহন শেষ হ‌লেই ওই এলাকায় কাজ শুরু হ‌বে ব‌লেও জানান তি‌নি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ