পাকুন্দিয়ায় থানায় হতদরিদ্র ভিক্ষুকদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,

পাকুন্দিয়া প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হতদরিদ্র ভিক্ষুকদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে থানা চত্ত¡রে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া থানার ভিক্ষুক সমিতির সভাপতি আবদুল কদ্দুছের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আছাদুজ্জামান টিটু। ভিক্ষুক সমিতির সাধারণ সম্পাদক রোপা মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া থানার এএসআই মুনা তালুকদার, ভিক্ষুক সমিতির সদস্য আবদুল হান্নান, মাইজ উদ্দিন, এরশাদসহ শতাধিক ভিক্ষুক অংশগ্রণ করেন।

বিট পুলিশিং সভায় ওসি আছাদুজ্জামান টিটু বলেন, হতদরিদ্র ভিক্ষুকরাও সমাজের অপরিহার্য অংশ। সমাজের প্রায় সর্ব ক্ষেত্রেই ভিক্ষুকদের বিচরণ রয়েছে। ভিক্ষুকদের বাদ দিয়ে সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব নয়। ভিক্ষুকদের নিজস্ব সম্পদে সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে ভিক্ষাবৃত্তি প্রবণতা হ্রাস করা যায় সে লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা করা হয়। দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন ও নিজেদের নিরাপত্তার জন্য রাস্তা বাদ দিয়ে বিকল্প পন্তা অবলম্বন করার পরমার্শ দেওয়া হয়। ভিক্ষুকদের পরিবার ও তাদের সামনে ঘটে যাওয়া সামাজিক বিভিন্ন অপরাধের তথ্য পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ