পাকুন্দিয়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ উজ্জল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের মৃত রেনু মিয়া ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল সোমবার রাতে উপজেলা চরকাওনা মুনিয়ারীকান্দা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠের উত্তর দিকে পাকা রাস্তার উপর গাঁজা ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদ পেয়ে পাকুন্দিয়া থানার এসআই মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছলে আসামী উজ্জল মিয়াকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কোটে প্রেরণ করা হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সততা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে ১৯ (ক) ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ সালে মামলা রুজু করা হয়েছে।