কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদীতে ডুবে শিশুর মৃত্যু
ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ১৩ জুলাই বিকাল ৩ টার দিকে জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটছে৷ নিহত শিশু ইভা (১০) একই গ্রামের মঞ্জিল মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের অজান্তে অন্য শিশুদের সাথে বাড়ির পাশের পুরাতন ব্রহ্মপুত্র নদীতে যায়। এক পর্যায়ে ইভা নদীর পানিতে তলিয়ে যায়৷ সাথের শিশুরা বিষয়টি জানানোর পর স্থানীয়রা পানি থেকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷
নিহত শিশুর পিতা মঞ্জিল মিয়া বলেন, নদীর পানিতে ডুবে মেয়ের মৃত্যু হয়েছে। আমাদের অজান্তে সে সহপাঠীদের সাথে নদীতে যায়। পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করে।