ইটনায় মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় বড় হাত কবিলা আদর্শ আলিম মাদরাসার সুপার মুহা. এরশাদ মৌলভীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
গত শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এ সময় দফা এক দাবি এক সুপারের পদত্যাগে স্লোগান দিতে থাকেন তারা। পরে তাদের সাথে স্থানীয় ব্যক্তিবর্গরাও অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন ব্যবস্থাপনায় অনিয়ম দূর্নীতি করে আসছেন সুপার এরশাদ।