ইটনায় মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় বড় হাত কবিলা আদর্শ আলিম মাদরাসার সুপার মুহা. এরশাদ মৌলভীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

গত শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এ সময় দফা এক দাবি এক সুপারের পদত্যাগে স্লোগান দিতে থাকেন তারা। পরে তাদের সাথে স্থানীয় ব্যক্তিবর্গরাও অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন ব্যবস্থাপনায় অনিয়ম দূর্নীতি করে আসছেন সুপার এরশাদ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ