ভৈরবে ইসলামী ছাত্র ও যুব সেনার স্বাগত র্যালি ও আলোচনাসভা
এম এ হালিম মহা নবী সঃ এর পৃথিবীতে শুভাগমন উপলক্ষ্যে গ স্বাগত র্যালি ও অলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । ইসলামী ছাত্র সেনা ও যুব সেনার আয়োজনে আজ রোববার দুপুরে ভৈরব ফল মার্কেটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রণ্টের ভৈরব উপজেলা শাখার সভাপতি শাহ মুহম্মদ খন্দকার দ্বীন ইসলাম,সাধারন সম্পাদক হাজি মোঃ রুবেল ও ইসলামী যুব সেনার আহবায়ক আলহাজ্ব আবু হানিফ বাদল প্রমূখ । এ সময় তারা নবীর শুভাগমন উপলক্ষ্যে জশনে জুলুছ উদযাপিত করার জন্য সকলের প্রতি আহবান জানান । আলোচনাসভা শেষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।