বগুড়ায়  প্রতারক চক্রের মূল হোতা ও সহযোগীসহ গ্রেফতার 

বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের এর নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড এর নাম ব্যবহার করে অনলাইন প্রতারনা, প্রতারক চক্রের মূল হোতা খালেক সরকার (যার বিরুদ্ধে ১৪ টি মামলা, ০৭ টি সাজা পরোয়ানাসহ মোট ১৪ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রহিয়াছে) সহ প্রতারক চেক্রর ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার, প্রতারনার কাজে ব্যবহৃত  মোবাইল ফোন, একাধিক মোবাইল সীম ও  এনআইডি কার্ড উদ্ধার করেছেন থানা পুলিশ । মামলার বাদী মোছাঃ জাকিয়া সুলতানা এজাহার সূত্রে জানান যে, তিনি সুলতানা এগ্রো ফার্ম নামক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ফিডমিল আইটেমের ব্যবসা করেন। ব্যবসা করাকালীন জনৈক আলহজ্জ সামিউল (ছদ্মনাম) এর সাথে  তার বগুড়া জেলার শেরপুর থানার স্যানাল পাড়াস্থ যমুনা ব্যাংকের নীচতলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং উক্ত জনৈক আলহজ্জ সামিউল  তার নিকট হইতে সয়ামিল ক্রয় করে নিতে চায়। দরদাম ঠিক হওয়ার পরে বাদী উক্ত জনৈক আলহজ্জ সামিউলকে মোট ১৫ টন ফ্রেস কোম্পানীর হাই প্রোটিন সয়ামিল দিতে রাজী হয় এবং শর্ত মোতাবেক উক্ত সয়ামিল উক্ত জনৈক আলহজ্জ সামিউল  নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ, বসুন্দিয়া, যশোর হইতে ডেলিভারী পাওয়ার পর বাদীকে মালের দাম পরিশোধ করিবেন। শর্ত মোতাবেক গত ০৯ সেপ্টেম্বর তারিখে ভোর ৪ টায় মেসার্স এনআর ট্রান্সপোর্ট এর মাধ্যমে জনৈক আঃ সোবহান (ট্রাক ড্রাইভার) এর রেজিঃ ঢাকা মেট্রো ট-২২-৩৭০৫ ট্রাকে উক্ত মালামাল লোড হয় এবং বাদী উক্ত ট্রাকের ভাড়া বাবদ বিকাশে গত ১০ সেপ্টেম্বর তারিখে ১৫,৮০০/- টাকা প্রেরন করেন। মালামাল ডেলিভারী নেওয়ার পরে উক্ত জনৈক আলহজ্জ সামিউল ও জনৈক আঃ সোবহান (ট্রাক ড্রাইভার) টাকা দিতে তালাবাহানা করে। এক পর্ষায়ে  উক্ত জনৈক আলহজ্জ সামিউল একটি নিস্ত্রিয় চেক বাদীকে পাঠায়। পরবর্তীতে বাদী থানায় এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলা রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে গতকাল ১৯ অক্টোবর শনিবার যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ট্রাক চালক ১। মোঃ আঃ সোবহান (৩২), পিতা মৃত শামসুল বিশ্বাস, সাং-গাংড়া উত্তরপাড়া,থানা- মনিরামপুর, জেলা যশোর, ট্রাকের হেলপার ২। মোঃ তুহিন হোসেন কাজল(২২), পিতা মোঃ মাহাবুর, সাং হুরের গাতী, থানা- মনিরামপুর, জেলা যশোর, ৩। মোঃ জাহিদুল ইসলাম (৪০), পিতা মোঃ আঃ কাশেম, সাং-মশিউর নগর, থানা চৌগাছা, জেলা যশোরদেরকে প্রতারনা কাজে ব্যবহৃত মোবাইল ফোন, একাধিক এনআইডি কার্ড, একাধিক মোবাইল সীমসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আহ ২০ অক্টোবর রবিবারে যশোর জেলার কোতয়ালী থানার পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার মূল হোতা আসামী ৪। মোঃ খালেক সরকার(৩৫)(ছদ্মনাম আলহাজ্জ ছামিউল ইসলাম), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয় এবং আসামীর দেওয়া তথ্যর ভিত্তিতে পাবনা জেলার জেলার চাটমোহর থানার দোদারীয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ৫। মোঃ খাইরুল ইসলাম (৪৫), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম  জানান আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে প্রতারক চক্রের মূল হোতা ও প্রতারক চক্রের সহযোগী সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত অব্যহত আছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ