পাকুন্দিয়ায় নুরুল ইসলাম-নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ
মো. মনির হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নুরুল ইসলাম-নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, পাকুন্দিয়া সরকারী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলহাজ্ব আহম্মদ ফারুক খোকন।
এসময় হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাদিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (১) মো. মফিজুল হক মেনু, ইউপি সদস্য মো. রুসমত আলী, ইউপি সদস্য মো. স্বপন, ইউপি সদস্য জহির রায়হান, ইউপি সদস্য শামসুল আলম, সাবেক কমিশনার মকবুল হোসেন সরকার, এগারোসিন্দু ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মীর প্রমুখ।
কম্বল পেয়ে উচ্ছ্বাসিত হয়ে গীতা রানী দাস বলেন, এই কনকনে শীতে আমার বাবা ফারুক কম্বলডা দিছে ভগবান বাবার মঙ্গল করুক।
কিতাব আলী নামের এক বৃদ্ধ বলেন, এই শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়, কম্বলটা পেয়ে খুব ভালো লাগছে, আরামে ঘুমাতে পারবো।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাদিউল ইসলাম তার বক্তব্যে বলেন, নুরুল ইসলাম-নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আমার ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আহম্মদ ফারুক খোকনের সহযোগিতায় প্রতি বছরেই অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমরা ইউনিয়নবাসী তার প্রতি কৃতজ্ঞ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আহম্মদ ফারুক খোকন বলেন, আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে, বিভিন্ন সময় চিকিৎসা সেবা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ, কম্বল বিতরণসহ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল-কলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন অনুদান দিয়ে আসছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আজকেও হোসন্দী ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
আহম্মদ ফারুক খোকন বলেন, কোন পদ-পদবীর জন্য কাজ করছিনা, রাজনীতি ছাড়াও মানুষের সেবা করা যায়, আল্লাহ যদি চায় যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো।