নিকলীতে আছিয়া ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও নারী দিবস অনুষ্ঠিত
জয়দেব আচার্য্য
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের আলিয়াপাড়া বড়কান্দা নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ে উদযাপন করেছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য কে কেন্দ্র করে ১১ মার্চ ২০২৫, সকালে একটি র্যালী নিকলী উপজেলার আলিয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে বাজারের পুর্ব পাশ্বের রাস্তায় মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষনের অভিযুক্ত হিটু ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে। মানববন্ধন বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা জিকা সদস্য প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ শাহীন হায়দার। পরে স্কুল শিক্ষার্থী কিশোরীদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ।
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন সরকারের সহযোগিতায় প্রকল্প আয়োজিত এ সকল কর্মসূচিতে হাওরের স্থানীয় নারী ও কন্যাশিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বিল্লাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য খুকুমণি রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিকার ত্রান সম্পাদক মোবারক হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান, মুলবক্তব্য উপস্থাপন করেন ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ শাহীন হায়দার, পরিচালনা করেন ফিল্ড ফেসিলিটেটর তরিকুল ইসলাম। ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন দলের সদস্য, শিক্ষার্থীসহ এলাকার অন্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রিপা আক্তার।।।।।।।।।।।।।।।।।জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি ০১৭১০৭৫৫১২০