ধামইরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত 

ছাইদুল ইসলাম
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ-২০২৫ উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর বারোটার সময়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আরএমও ডা. জহুরুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় নীল ও লাল রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কেন শিশুদের খাওয়ানো হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মত মতবিনিময় করা হয়। এ সময় উপজেলার একটি শিশুও যেন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বঞ্চিত না হয় এ কারণে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জমানায়, চলতি মাসের ১৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল চারটার মধ্যে পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের ২৪টি ওয়ার্ডে ১৯২টি অস্থায়ী কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি কেন্দ্রে একদিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।
এতে উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সের স্বাভাবিক ২ হাজার ২শ ৩৬ জন শিশু, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী ২ জন শিশুদের একটি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ বয়সী স্বাভাবিক ১৮ হাজার ২৩৬ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী ৩২ জন শিশুদের মধ্যে একটি করে লাল রঙ্গের  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইনে ইউনিয়নের ২৪ টি ওয়ার্ডে সুপারভাইজার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ২৪ জন কর্মকর্তা সুপারভিশনের দ্বায়িত্বে থাকবেন। এবং ৩৮৬ জন স্বেচ্ছাসেবী পুরো উপজেলার কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল কর্মকর্তা ডাঃ. তাসনিম আরা মুক্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, পরিসংখ্যানবিদ নাজমুল হক, উপজেলা এমটি ইপিআই সারোয়ার হোসেন, এপি ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা সুরভী আক্তার প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ