পলাশবাড়িতে মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার!
সোহাগ খন্দকার গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর মহাসড়েকর উপজেলার মহেশপুর এলাকা থেকে লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের পাশে ময়লার স্তুপ থেকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা সূত্রে জানা যায় , মঙ্গলবার সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে ময়লার স্তুপে মুখবাধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।