সুষ্ঠু তদন্তের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ
নেত্রকোনায় বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ কবিরাজের উপর ধর্ষণ মামলায় আনিত অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। আজ ১৯ মার্চ বুধবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ করে নেত্রকোনার সর্বস্তরের নাগরিক সমাজ।
এসময় মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহিম।
কেন্দীয় নাগরিক কমিটির সদস্য ফাহিম রহমান পাঠান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ইয়ামিন,নেত্রকোনা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফা আক্তারসহ সকল নাগরিক সমাজ ও বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদের সমর্থকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না হলে একজন প্রকৃতিপ্রেমীর প্রতি অবিচার হবে। তারা সকলকে এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।
উল্লেখ্য গত ১৭ মার্চ বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।