মেডিকেল কলেজ বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত
নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘নেত্রকোনার সচেতন ছাত্র ও যুব সমাজের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মেডিকেল শিক্ষার্থী,চিকিৎসক এবং সচেতন ছাত্র ও যুব সমাজের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্নার সভাপতিত্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, ডাঃ মাজহারুল আমিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য ফাহিম পাঠান, জাসাসের আহবায়ক সাদমান পাপ্পু, নেত্রকোণা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মারুফুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, ২০১৯ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। ইতিমধ্যে অন্তবর্তী সরকার নেত্রকোনা মেডিকেল কলেজসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছে।
এই প্রতিবাদ সমাবেশে ও মানবন্ধনে বক্তারা টানা তিন দিনের কর্মসূচী দেন এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন।