আদমদীঘিতে আউশ প্রণোদনা পেলেন ২৭০ জন কৃষক
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদমদীঘির সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা. রুমানা আফরোজ। উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার জনাব দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ফারিহা তিলাত ও জনাব মো. সজল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মো. রাশেদুল ইসলাম, এনজিও প্রতিনিধি (এসকেএস) জনাব মো. রাকিব খন্দকার ও ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর উপজেলার মোট ২৭০ জন কৃষকের মধ্যে উফশী আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।