বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ভটভটি যাত্রীসহ দুজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮), ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিক হানিফ উদ্দিন (৩৬)। স্থানীয়রা জানান, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে একটি ট্রাক ধুনটের দিক থেকে আসছিল। এসময় রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দূরে এসে আবার যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিয়ে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হারান বলেন, আমরা সকালে

ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন নারী ও পাঁচজন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এসময় রনবীরবালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।