মনোনয়নপত্র জমা দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে মোবাইলে কথা
নিউজ ডেস্ক : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে মনোনয়নপত্র জমা দিয়ে তাঁর সঙ্গে মোবাইলে কথা বলেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় ত্যাগ করার পূর্ব মুহূর্তে রাষ্ট্রপতির সঙ্গে ফোনে তাদের এ কথোপকথন হয়। ইসি কার্যালয় থেকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মোবাইল ফোন থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন দেওয়া হয়। তোফায়েল আহমেদ ছাড়াও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ সময় তোফায়েল আহমেদ বলেন, আমরা আপনার মনোনয়নপত্র জমা দিয়েছি। ওবাদুল কাদের বলেন, এই মুহূর্তে আপনার চেয়ে যোগ্য ব্যক্তি কেউ নেই।
এরপর অপরপ্রান্ত থেকে রাষ্ট্রপতির সম্মতির পর তাদের মধ্যকার এই সংক্ষিপ্ত কথোপকথন শেষ হয়।
এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে প্রথমটিতে প্রস্তাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সমর্থক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দ্বিতীয়টিতে, প্রস্তাবক সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সমর্থক আ স ম ফিরোজ। এবং তৃতীয়টিতে প্রস্তাবক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং সমর্থক আতিউর রহমান আতিক।