গফরগাঁওয়ে শহীদ দিবসে কলা গাছে তৈরি শহীদ মিনার ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা
গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা ঃঅমর একুশ উদযাপনের প্রস্তুুতি চলছিল। ঠিক তখনই ভেঙ্গে ফেলা হয়েছে একটি সরকারী শিক্ষা-প্রতিষ্ঠানে কলা গাছ দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনার। এ ঘটনায় এলাকায় আতংক পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার ভোর রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গড়াবের আব্দুল হেকিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিহা খানম জানান, একুশে সকালে কোমলমতি শিক্ষার্থীরা প্রভাতফেরি মাধ্যমে পুস্পমাল্য অর্পণ করবেন বলে মঙ্গলবার বিকেলে কলা গাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করেছিল। কিন্তু রাতে কে বা কারা শহীদ মিনারটি কুপিয়ে ভেঙ্গে ফেলে। শিক্ষার্থীরা জানান, একুশে ভোরে বিদ্যালয়ে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে না পারায় আমরা খুবই কষ্ট পেয়েছি। যারা এটি ভাংচুর করেছে অনতিবিলম্বে তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে এমনটিই প্রত্যাশা তাদের। ইউএনও ডা. শামীম রহমান বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য থানায় ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। গফরগাঁও থানার ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।